ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বামীর অবৈধ আয়ের ভাগ নিয়ে স্ত্রী’র ৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
স্বামীর অবৈধ আয়ের ভাগ নিয়ে স্ত্রী’র ৭ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী মৃত নুরুল আলমের স্ত্রী খুরশীদ জাহানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি খুরশীদ জাহান আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১০ মে নগরের ডবলমুরিং থানায় ৬৯ লাখ ৩৫ হাজার ১৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নুরুল আলম ও খুরশীদ জাহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

দুদক তদন্ত শেষে ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করে।  

মামলার বিচার কার্যক্রম চলাকালে নুরুল আলম মারা যান। পরে তাকে বিচার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালতে দুদকের পক্ষে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, দুদকের মামলায় ২০০৪ এর ২৭(১) ধারায় খুরশীদ জাহানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নুরুল আলম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন। পরে সেই সম্পদ তার স্ত্রী গৃহিণী খুরশীদ জাহানের নামেও হস্তান্তর করেন। অবৈধভাবে অর্জন করা ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।