ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে অপহৃত কিশোরী নগরে উদ্ধার, অপহরণকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
হাটহাজারীতে অপহৃত কিশোরী নগরে উদ্ধার, অপহরণকারী আটক ...

চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভার কামাল পাড়া বৌ বাজার এলাকার এসআই ভবনের সামনে থেকে অপহৃত এক কিশোরীকে (১৫) নগরের ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং এলাকা থেকে উদ্ধার করেছে করেছে র‌্যাব।
 
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সবুজ আচার্য্য (২৬) নামে এক যুবককে ওই এলাকা থেকে আটক করা হয়েছে।


 
সবুজ রাউজানের নতুনহাট এলাকার শীতল আচার্য্যের ছেলে।  

র‌্যাব জানিয়েছে, হাটহাজারীর বৌ বাজার এসআই ভবনের সামনে থেকে গত ১ ফেব্রুয়ারি কিশোরীকে প্রলোভন দেখিয়ে সবুজ অপহরণ করে।

এ ঘটনায় কিশোরীর পিতা হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, প্রযুক্তি ব্যবহার করে ও নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে নগরের বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সবুজকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।