ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এতিম শিক্ষার্থীদের সহায়তায় মুক্তিযোদ্ধা পরিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এতিম শিক্ষার্থীদের সহায়তায় মুক্তিযোদ্ধা পরিবার

চট্টগ্রাম: এতিম শিক্ষার্থীদের সহায়তায় এক মাসের খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যানের পরিবার।  

শনিবার (১২ ফেব্রুয়ারি) পশ্চিম গুজরা মুনিরীয়া এতিমখানায় এ সহায়তা প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  

এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণ পাঠাগারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা  জোনায়েদ কবীর সোহাগ।

মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আজম খানের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস সালাম, মরহুমের অনুজ মো. এনামুল হক, মোহাম্মদ এস্কান্দর, এস অ্যান্ড এস আলী এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার মো. ছালামত আলী।  

অনুষ্ঠানে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রশিদ আহমেদ, মুহাম্মদ আজিম, উপাধ্যক্ষ মাওলানা গোলাম কাদের, মাওলানা আবুল হাশেম মাছুমী, সিনিয়র শিক্ষক মাওলানা আবু মোহাম্মদ আজমী, প্রভাষক মুহাম্মদ মাসুম, বাবু পিকলু মুহুরী, আরবী প্রভাষক এস.এম. আলীম উদ্দীন, আইন কলেজ ছাত্রলীগ নেতা কামরুল আলম মিন্টু, ইফতেখার ইফতি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।