ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শতভাগ পাসের শীর্ষে ১৬ কলেজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
শতভাগ পাসের শীর্ষে ১৬ কলেজ  ছবি : সোহেল সরওয়ার

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৬টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন।  

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ২০২১ সালের ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

 

বোর্ডের দেওয়া তথ্যে জানা যায়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২৬৭টি কলেজে ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষায় অংশ নেন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার শতভাগ পাস করেছে ১৬টি কলেজ।

 

কলেজগুলো হলো- প্রথম চট্টগ্রাম কলেজ, দ্বিতীয় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় হালিশহর ক্যাটনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ ক্যাটনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ষষ্ঠ সেন্ট প্লাসিড’স স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই, অষ্টম লামার কোয়ান্টাম কলেজ, নবম ফৌজদারহাট ক্যাডেট কলেজ, দশম সেন্ট স্কলাসটিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ১১তম কাফকো স্কুল অ্যান্ড কলেজ, ১২তম সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ১৩তম কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি (ইংরেজি মাধ্যম) স্কুল অ্যান্ড কলেজ, ১৪তম মেরন সান কলেজ, ১৫তম পশ্চিম কধুরখীল স্কুল অ্যান্ড কলেজ ও ১৬তম চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২৬৭টি কলেজে ১ লাখ ১ হাজার ২৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ পাস করেছে চট্টগ্রামের ১৬টি কলেজের পরীক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।