ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টম হাউসের চালানে পিস্তল-গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
কাস্টম হাউসের চালানে পিস্তল-গুলি ...

চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের ফরেন পোস্ট শাখায় ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালানে লুকানো ২টি ৮এমএম পিস্তল, ২টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজ পাওয়া গেছে।  

রোববার ( ২০ ফেব্রুয়ারি) ১টি ২২ ইঞ্চি x২০ ইঞ্চি x ১২ ইঞ্চি আকারের পেপার কার্টনের ভেতরে লুকানো পিস্তল ও কার্তুজ পাওয়া যায়।

এ বিষয়ে সন্দেহভাজন অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনি ব্যবস্থা নিচ্ছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।  

কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

চালানটিতে ফ্রাইফ্যান, কসমেটিকস, হ্যান্ড ব্লেন্ডারসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

কাস্টমসের নথি অনুযায়ী, চালানটি এসেছে ইতালির রোম থেকে। চালানটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামের প্রবাসী। চালানটি চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির ঠিকানায় এসেছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।