ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশের অবিনাশী চেতনায় রুখতে হবে সব অপশক্তি: অনুপম সেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
একুশের অবিনাশী চেতনায় রুখতে হবে সব অপশক্তি: অনুপম সেন ...

চট্টগ্রাম: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঐতিহাসিক দিনটি বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। অমর একুশের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমসাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাঙালির বিজয় অর্জিত হয়েছে।

বিশ্বের ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছে।  

তিনি বলেন, আজও বাঙালি ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি।

সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের পরাজিত জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ছোবল মারতে চায়। এমন ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ ও সচেষ্ট থেকে একুশের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

সূর্যাস্তের পর প্রদীপশিখা প্রজ্বালনের মধ‍্য দিয়ে অপশক্তির সব নিকষকালো অন্ধকার দূর করার দৃপ্তশপথে মাতৃভাষা বাংলার জন‍্য আত্মত্যাগ করা বীর শহীদদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম -মুক্তিযুদ্ধ '৭১।  

সংগঠনের নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে  মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু বিশেষ অতিথি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান আলোচক ছিলেন।  

বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বাদশা মিয়া, গৌরী শংকর চৌধুরী, মো. সেলিম চৌধুরী, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, সাহেদ মুরাদ শাকু, হাজি সেলিম রহমান, জসীম উদ্দিন, মনোয়ার জাহান মনি, নুরুল হুদা চৌধুরী, নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, পংকজ রায়, ডা. ফজলুল হক সিদ্দিকী, অ্যাডভোকেট কামরুল আযম টিপু, রোখসানা আকতার, উপাধ‍্যক্ষ চন্দন দত্ত, মোহাম্মদ আইউব, সাধন চন্দ্র দাশ, কামাল উদ্দিন, রাজীব চন্দ, মুস্তাফিজুর রহমান বিপ্লব, দীপন দাশ, মোজাম্মেল মানিক, নবী হোসেন সালাউদ্দিন, মো. হোসেন চৌধুরী সাদ্দাম, ইসমে আজিম আসিফ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, কামাল হোসেন, এসএম রাফি, শাহনাজ সোহানা, হোসেন শরীফ বাবু, আঁচল চক্রবর্তী, ইঞ্জিনিয়ার নাসির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।