ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টম হাউসের চালানে পিস্তল-গুলি, বন্দর থানায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
কাস্টম হাউসের চালানে পিস্তল-গুলি, বন্দর থানায় মামলা ...

চট্টগ্রাম: ইতালি থেকে গৃহস্থালি পণ্যের চালান থেকে ২টি ৮এমএম পিস্তল, ২টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজ উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মামলা করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।  

সোমবার (২১ ফেব্রুয়ারি) কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি (নম্বর ২৮) দায়ের করেন।

কাস্টম হাউসের কমিশনার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে এজাহার দায়ের করেন তিনি।

বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী।

এজাহারে তিনি বলেন, গত ২০ ফেব্রুয়ারি কাস্টম হাউসের সহকারী কমিশনার জ্যোৎস্না আক্তার ফরেন পার্সেল (ফরেন পোস্ট এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট সেকশন) বন্দর প্রধান ডাকঘরে দায়িত্ব পালনকালে একটি ফরেন পার্সেলের মধ্যে গৃহস্থালি সামগ্রী ও বিদেশি অস্ত্র পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এ পার্সেলের প্রাপক চট্টগ্রামের আগ্রাবাদের সিজিএস কলোনির মজুমদার কামাল হাসান। ইতালি থেকে প্রেরক হিসেবে দেখা যায় রাজিব বড়ুয়ার নাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ফরেন পার্সেলটি ওই দিন বেলা ২টায় কায়িকপরীক্ষা করা হয়। আমি পার্সেলে থাকা পণ্যের তালিকা তৈরি করি।

>> কাস্টম হাউসের চালানে পিস্তল-গুলি 

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।