ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বস্তির নিশ্বাস বে ওয়ানের পর্যটকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
স্বস্তির নিশ্বাস বে ওয়ানের পর্যটকদের ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: স্বস্তির নিশ্বাস ফেললেন ইঞ্জিন বিকল হওয়া ক্রুজ শিপ বে ওয়ানের যাত্রীরা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় জাহাজটি পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে ফেরত আনা হয়।

সকাল থেকে জাহাজে থাকা যাত্রীদের উদ্বিগ্ন স্বজনরা অপেক্ষা করছিলেন।

বে ওয়ান জাহাজে ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, বে ওয়ানের ইঞ্জিন রুমের দু্ই-একজন জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে সক্ষম হন। যাত্রীরা আতঙ্কিত ছিল। ধোঁয়া কমে আসার পর স্বস্তি ফিরে আসে। বে ওয়ানের দুই-একজন কর্মী আগুন নেভাতে গিয়ে সামান্য আহত হন। জাহাজের মেকানিক্যাল, টেকনিক্যাল, ক্যাপ্টেন কয়েক ঘণ্টা বৈঠক করে সিদ্ধান্ত নেন সেন্টমার্টিন যাবে কিনা। যাত্রীরা বললো, সেন্টমার্টিন যাবেন না। তারপর আমরা ফিরে আসলাম। এটি একটি এক্সিডেন্ট।  

মুজিবুল হক বলেন, আমরা সেন্টমার্টিনের স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ করতে যাচ্ছিলাম। সেটি আর হয়নি।  

খুলশীর সাজ্জাদ সিকদারের স্ত্রী ও শ্বশুর ছাড়া সবাই মিলে জাহাজে ৬ জন। তিনি বলেন, আসিফ ভাই জানান রাত ১টায় জাহাজে আগুন লেগেছে। আনিকা তাবাসসুম (স্ত্রী) সহ কাউকে বলিও না। রাত ২টায় জানান আগুন নিয়ন্ত্রণে এসেছে। সবাইকে লাইফ জ্যাকেট দিয়েছে। সারা রাত ঘুমাইনি। নেটওয়ার্ক ছিল না। আগুন নিভে যাওয়ার খবরে স্বস্তি পাই।  

পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ক্রুজ শিপ বে ওয়ানের ১টি ইঞ্জিন বিকল হওয়ায় ফিরিয়ে আনা হয়। বন্দরের শক্তিশালী টাগ বোট এ কাজে সহায়তা করে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টাগ বোট কাণ্ডারী ১০ ক্রুজ শিপটিকে নিয়ে যাত্রা শুরু করে।  

বন্দর সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় বে ওয়ান পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়। আধঘণ্টা চলার পর জাহাজের পঞ্চম তলায় ধোঁয়া দেখতে পান যাত্রীরা। তারা জানান, ধোঁয়ার কারণে ইঞ্জিন বন্ধ রাখা হয়েছে বলে জানান জাহাজে দায়িত্বরতরা।

বে ওয়ান পরিচালনার দায়িত্বে থাকা কর্ণফুলী শিপ বিল্ডার্সের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, জাহাজের একটি ইঞ্জিনে এয়ার লক হয়েছে। আরেকটি ইঞ্জিন সচল আছে।

>> বে ওয়ান জাহাজে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা

>> বে ওয়ান চট্টগ্রামে আনা হচ্ছে, সঙ্গে আছে ‘কাণ্ডারী ১০’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।