ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নওফেলের সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নওফেলের সহায়তা জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম: সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জহুর হকার্স মার্কেট পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ১৫ দোকানিকে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (২০ মার্চ) সকালে অনুদান প্রদানকালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আপনারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুনে আমাদের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আপনাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।

আজ আমিও আসলাম। সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ালাম।
এটাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষা।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারাদেশের মতো চট্টগ্রামেও সোয়া ৫ লাখেরও বেশি পরিবার কার্ডধারী ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভোগ্যপণ্য পাবেন। বঙ্গবন্ধু কন্যা শক্ত হাতে যেমন রাষ্ট্র পরিচালনা করেন তেমন সাধারণ জণগণের খবরও রাখেন। এই কার্ড প্রদানের কারণে আগে একজন ব্যক্তি একাধিকবার পন্য ক্রয় করার বা টিসিবি'র ডিলারেরা পণ্য অন্যথায় বিক্রি করে দেওয়ার যে অভিযোগ ছিল সেই ধরনের আর কোনো সুযোগ রইলো না।

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, নগর যুবলীগের সদস্য হেলাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন শাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২০ মার্চ, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।