ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি, মাছ ও মাংস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি, মাছ ও মাংস ...

চট্টগ্রাম: সরবরাহ ঠিক থাকলেও রমজানের অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বেড়েছে মাংস, মাছের দামও।

শুক্রবার (১৫ এপ্রিল) কাজীর দেউড়ি কাঁচাবাজারে প্রতিকেজি বেগুন ৭০ টাকা, গাজর ৫০-৬০, শসা ৫০-৮০, টমেটো ৩০, কাঁচামরিচ ৬০, মাঝারি আকারের লেবুর হালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।  

এছাড়া বাজারে প্রতিকেজি ফুলকপি ৫০, কাঁকরোল ১৪০, শিম ৫০, ঝিঙ্গা ৫০, ঢেঁড়স ৮০, পটল ৬০ ও বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ছোট দেশি আলু ৫০ ও বড় আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে।

নগরের পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে সবজির দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি।

এদিকে স্বাভাবিক সময়ে ১৫০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে ১৭৫-১৮০ টাকায়। সোনালি মুরগি ৩২০ টাকা, লেয়ার ২৫০-২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রিয়াজউদ্দীন বাজারের মুরগি বিক্রেতা সোলেমান আলী বলেন, রমজানে মুরগির চাহিদা বেড়ে গেছে। মুরগির খাবারের দামও বাড়তি। সরবরাহ কম থাকায় মুরগির দাম বেড়ে গেছে।

অন্যদিকে গরুর মাংস প্রতি কেজি ৭৫০-৮০০ ও খাসির মাংস ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই মাছ ১৮০-৩০০, কাতল ২২০-৪০০, তেলাপিয়া ১৬০-২২০, পাঙ্গাস ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। চড়া রয়েছে সাগরের মাছের দাম।  

মুদি দোকান ঘুরে জানা যায়, ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ছোট দানার মসুর ডাল কেজিতে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা। মুগ ডাল কেজিতে ১০ টাকা বেড়ে ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৪০-১৪৫, বোতলজাত সয়াবিন ১৫০-১৬০, পাম তেল খোলা ১৩০-১৩৫ এবং পাম অয়েল সুপার ১৩৫-১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছে।  

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, রমজান এলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতি মুনাফা করবে, এটা যেন স্বাভাবিক অবস্থা হয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সরবরাহ ঠিক থাকলেও রোজায় চাহিদা বাড়ে এমন পণ্যের দাম বেড়ে যায়। এটা ইচ্ছাকৃতভাবেই হচ্ছে। তাই বাজার মনিটরিং এর মাধ্যমে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করছে সেসব ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।