ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
হাটহাজারীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার  ...

চট্টগ্রাম: হাটহাজারীতে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। পরে সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে আজগরটি গহিন বনে অবমুক্ত করা হয়। এর আগে বুধবার (২০ এপ্রিল) বিকেলে স্থানীয় বন বিভাগ সামাজিক সংগঠন এসআরটিবিডি’র সহযোগিতায় এ অজগর সাপটি উদ্ধার করে।

হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল  কাদের চৌধুরী বাংলানিউজকে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ১০ ফুট লম্বা সাপটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়।

এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, সহকারী কর্মকর্তা রেজাউল করিম, এফজি জসিম উদ্দিন, এফজি রওশন আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।