ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দোকানে লুকিয়ে রাখা হয়েছিল ১ হাজার ৫০ লিটার সয়াবিন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ৮, ২০২২
দোকানে লুকিয়ে রাখা হয়েছিল ১ হাজার ৫০ লিটার সয়াবিন! কর্ণফুলী কমপ্লেক্সে অভিযানে বেরিয়ে আসে মজুদ করা সয়াবিন

চট্টগ্রাম: দোকানে লুকিয়ে রাখা ৭০ কার্টনে আনুমানিক ১ হাজার ৫০ লিটার বিভিন্ন ব্রান্ডের বোতলজাত সয়াবিন তেল পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। পরে এসব তেল ঈদের আগে মুদ্রিত এমআরপির দামে বিক্রি করা হয়।

 

রোববার (৮ মে) নগরের দুই নম্বর গেট মোড়ের কর্ণফুলী কমপ্লেক্সে অভিযানকালে খাজা স্টোরে এসব সয়াবিন পাওয়া যায়।  

অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বাংলানিউজকে জানান, অভিযানকালে খাজা স্টোরের একজন কর্মচারী কিছু কার্টন আড়াল করার চেষ্টা করেন।

এতে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের সয়াবিন তেল পাওয়া যায়। ঈদের আগে কম দামে কেনা এসব তেল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।  

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ০৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।