ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের লাইনচ্যুতি কুমিল্লায়, ভোগান্তি চট্টগ্রামে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ৯, ২০২২
ট্রেনের লাইনচ্যুতি কুমিল্লায়, ভোগান্তি চট্টগ্রামে  চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়।

চট্টগ্রাম: কুমিল্লায় পণ্যবাহী ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় শিডিউল বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনগুলো। যার কারণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে শত শত যাত্রীর উপচেপড়া ভিড়।

 

সোমবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় মহানগর গোধূলী ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনো ট্রেন প্লাটফর্মে এসে পৌঁছায়নি। সেটি এখন কুমিল্লার ময়নামতিতে।

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, সন্ধ্যা ৬টা নাগাদ ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছাতে পারে। এছাড়াও স্বল্প মূল্যে টিকিট ফেরত দিতে পারবেন যাত্রীরা। আর যদি টিকিট ফেরত না দেয় তাহলে ধৈর্য সহকারে অপেক্ষা করার অনুরোধ করেন।

ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে শত শত যাত্রী অপেক্ষা করছেন প্লাটফর্মে। দুর্ভোগে পড়েছেন মহানগর গোধূলী ট্রেনের যাত্রীরা। ট্রেন বিলম্বের কারণে যাত্রীদের টিকিট ফেরত দিতে কাউন্টারে ভিড় করতে দেখা গেছে।  

যাত্রীরা বলছেন, ট্রেনের অপ্রত্যাশিত এমন শিডিউল বিপর্যয়ের কারণে আমরা বিপাকে পড়েছি। স্টেশনে আসার পর জানতে পারি ট্রেন বিলম্বের কথা। তাই এখন চাইলেই টিকিট ফেরত দিতে পারছেন না। অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে।  

চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার (গ্রেড-২) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালের ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। কিন্তু কুমিল্লায় লাইনচ্যুতির ঘটনায় বিকেল ৩টার মহানগর গোধূলী ও বিকেল ৫টার সোনার বাংলা ট্রেন ছেড়ে যাবে। ঢাকার থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি এখনো চট্টগ্রামে এসে পৌঁছায়নি। এই ট্রেনটি এসে পৌঁছালে গোধূলী হয়ে ঢাকা যাবে। আশা করি সন্ধ্যা ৬টায় ট্রেনটি চট্টগ্রামে এসে পৌঁছাতে পারে।  

গোধূলী ট্রেনের যাত্রী মো. আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, অনলাইনে আগেই টিকিট কেটেছি। কিন্তু স্টেশন এসে শুনি সন্ধ্যা ৬টার আগে ট্রেন প্লাটফর্মে আসার সম্ভাবনা নেই। এখন আমার রাতে কুমিল্লায় গুরুত্বপূর্ণ কাজ আছে। পৌঁছাতে না পারলে বিরাট ক্ষতি হবে। গাড়িতেও এ সময়ে পৌঁছানো সম্ভব না। কী করবো চিন্তায় মাথাব্যথা করছে।

>> কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন 

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ৯ মে, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।