ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলস্টেশনে বাসি খাবার বিক্রি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মে ৯, ২০২২
রেলস্টেশনে বাসি খাবার বিক্রি! অভিযান পরিচালনা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর।

চট্টগ্রাম: রেলওয়ে স্টেশনের স্ন্যাক্স অ্যান্ড টি স্টলে বাসি বিরিয়ানি, রোল, কাটলেট, বার্গার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর এ অভিযান পরিচালনা করেন।

 

তিনি বলেন, এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একটি দোকানে অভিযান পরিচালনা করি। সেখানে আমরা ওই যাত্রীর অভিযোগের সত্যতা পাই।

দোকানে বাসি বিরিয়ানি ও রোল পাই। পরে দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করি। দোকান সাময়িকভাবে বন্ধ করে দিই।

পরে এ রকম খাবার আর পরিবেশন করবে না মর্মে অঙ্গীকার করলে তাকে দোকান খোলার অনুমতি দিই।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ৯ মে, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad