ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখায় ১০ জনকে জরিমানা  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ৯, ২০২২
ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখায় ১০ জনকে জরিমানা   চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও আরাকান রোড, পুরাতন চান্দগাঁও থানা ও মৌলভী পুকুরপাড় এলাকায় সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখায় ১০ জনকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৯ মে) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মোকদ্দমায় ৪ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করেন।  

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো কাঁচাবাজারে পলিথিনবিরোধী অভিযান পরিচালিত হয়।

এই সময় দুই দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকান মালিক ও ক্রেতা সাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।  

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ০৯, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।