ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিত্যক্ত ভবনে অটোরিকশা চালকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ৯, ২০২২
পরিত্যক্ত ভবনে অটোরিকশা চালকের মরদেহ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের হালিশহর থানার হালিশহর আবাসিক এলাকার এইচ-ব্লকের একটি পরিত্যক্ত ভবন থেকে অটোরিকশাচালক মো. মারুফের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মে) সকালে ১ নম্বর সড়কে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে হালিশহর থানা পুলিশ।

মারুফ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার নজরুল ইসলামের ছেলে। তিনি নগরের হালিশহর সবুজবাগের আনন্দধারা হাউজিং এলাকায় নানির সঙ্গে বাস করতেন।
মারুফ পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক।  

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, মারুফ নামে এক ব্যাটারি চালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ডান হাতের ওপরের কনুই, কোমরের বাম দিকের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। উঁচু স্থান থেকে পড়ে গেছেন বা কেউ উঁচু স্থান থেকে ধাক্কাও দিতে পারেন।  মোবাইল ও মানিব্যাগের কার্ড থেকে মারুফের পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ০৯, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।