ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় স্বেচ্ছাসেবক লীগের রেসপন্স টিম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মে ১০, ২০২২
ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় স্বেচ্ছাসেবক লীগের রেসপন্স টিম

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে কুইক রেসপন্স টিম গঠন করেছে নগর স্বেচ্ছাসেবক লীগ।  

মঙ্গলবার (১০ মে) কুইক রেসপন্স টিম গঠনের বিষয়টি জানান নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।

 

২০ জন স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সমন্বয়ে দুটি টিম গঠন করা হয়েছে। একটি হলো টিম কাট্টলী, অন্যটি টিম পতেঙ্গা।

এ দুই স্থানে কোথাও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এই টিমের সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় আশনি মোকাবিলায় নগর স্বেচ্ছাসেবক লীগের সব স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে খাবারের ব্যবস্থা করবো। ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় ইতোমধ্যে আমরা মাইকিং করে সর্তক করছি।  

যাদের সঙ্গে যোগাযোগ করবেন:

টিম কাট্টলী-নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু (01711-325656), সহ সভাপতি আবুল হাসনাত মো. বেলাল (01711-749230), প্রচার সম্পাদক (01818-379594)

টিম পতেঙ্গা-সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ (01819-629590), সহ সভাপতি মো. হেলাল উদ্দিন (01819-324665), সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান (01772-719490)

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১০ মে, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।