ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী-হালদায় অভিযান, জব্দকৃত মাছ পেল এতিমরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ১২, ২০২২
কর্ণফুলী-হালদায় অভিযান, জব্দকৃত মাছ পেল এতিমরা ...

চট্টগ্রাম: কর্ণফুলী-হালদার মোহনায় কালুরঘাট সেতু সংলগ্ন এলাকা, মোহনার দক্ষিণ পাড়ের কদুখালি এলাকা থেকে ৮টি ডিঙ্গি নৌকা, নৌকায় থাকা ১৮ হাজার মিটার জাল, হালদা নদী থেকে প্রায় ১৫ কেজি কেচকি মাছ জব্দ করা হয়েছে। পরে এসব মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মো.  মোমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সদরঘাট নৌ থানা পুলিশের টহল দলের এসআই মিঠুন বালা ও পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন,  কর্ণফুলী-হালদা নদী থেকে ৮টি  নৌকা, নৌকায় থাকা ১৮ হাজার মিটার জাল, হালদা নদী থেকে  প্রায় ১৫ কেজি কেচকি মাছ জব্দ করা হয়েছে। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। নৌকা গুলো ফুটো করে ডুবিয়ে দেওয়া হয় এবং  জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

হালদায় মা মাছের ডিম ছাড়ার সময় মাছ শিকারীদের তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে সদরঘাট নৌ থানা ও হালদা অস্থায়ী নৌ ক্যাম্প যৌথভাবে পুলিশ সুপারের নির্দেশনায় দিনে ও রাতে হালদায় অভিযান পরিচালনার জন্য বিশেষ অভিযান এর সিডিউল তৈরি করে সেই অনুযায়ী কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১২ মে, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad