ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে মাইক্রোস্ট্রাকচারড ফাইবার বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ১২, ২০২২
সিআইইউতে মাইক্রোস্ট্রাকচারড ফাইবার বিষয়ক সেমিনার

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে ‘অ্যানালাইসিস অব মাইক্রোস্ট্রাকচারড ফাইবার ফর ব্রডব্যান্ড লেজার সোর্স: অ্যা ডিজাইন বেজড অ্যাপ্রোচ’ শীর্ষক সেমিনার।

সম্প্রতি সিআইইউ ক্যাম্পাসে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) অনুষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান বক্তা ছিলেন ট্রিপল-ই বিভাগের খন্ডকালীন শিক্ষক এস কে এম জাহাঙ্গীর কবির।  

এই সময় তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে ফাইবারের বিটলস, মেটাট্রন এবং স্টার ইন হেক্সাগন-নামের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং মেডিক্যাল রোগ নির্ণয়, মেডিকেল ইমেজিং, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি, ক্যান্সার কোষ শনাক্তকরণসহ নানান ক্ষেত্রে মাইক্রোস্ট্রাকচারড ফাইবার প্রয়োগের বিষয়টি তুলে ধরেন।

 

সেমিনারে সিআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন ড. মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সহকারি অধ্যাপক গোলাপ কান্তি দে, রুবেল সেন গুপ্ত।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ১২, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।