ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নুরন্নবী চৌধুরীর মৃত্যুতে আ.লীগের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মে ১৩, ২০২২
নুরন্নবী চৌধুরীর মৃত্যুতে আ.লীগের শোক নুরন্নবী চৌধুরী।

চট্টগ্রাম: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬২’র শিক্ষা আন্দোলনে চট্টগ্রাম মাধ্যমিক ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। নুরন্নবী চৌধুরী ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক আশিকুন নবী চৌধুরীর বাবা।

তাঁরা এক শোকবার্তায় বলেন, নুরন্নবী চৌধুরী বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা জয় বাংলা বাহিনীর সাবেক প্রধানসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু আদর্শিক সৈনিক ছিলেন।

তাঁর মৃত্যুতে জাতি একজন দেশের শ্রেষ্ঠ সন্তানকে হারালো। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।  

তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে নুরুন্নবী চৌধুরীর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শুক্রবার (১৩ মে) সকালে মাদারবাড়ীস্থ তাঁর বাসভবনে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। সকাল সাড়ে ১০টায় নছু মালুম মসজিদ প্রাঙ্গণে মরহুমের ১ম জানাজা শেষে মরদেহ ফেনীর ছাগলনাইয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে নিজকুঞ্জোরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ১৩, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।