ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্মদক্ষতা মূল্যায়নে ১০ সার্জেন্ট পেলেন পুরস্কার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২২
কর্মদক্ষতা মূল্যায়নে ১০ সার্জেন্ট পেলেন পুরস্কার 

চট্টগ্রাম: মাসিক কর্মদক্ষতা মূল্যায়ন এবং রমজান মাসে যানজট নিরসনে সুষ্ঠু ও সঠিক  ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগ করে সঠিকভাবে ট্রাফিক ডিউটি পালন করায় ১০ সার্জেন্টকে পুরষ্কৃত করা হয়েছে।  

শনিবার (১৪ মে) দুপুরের দিকে ট্রাফিক উত্তর বিভাগ কার্যলয়ে এ দশজন সার্জেন্টকে পুরস্কার তুলে দেন ট্রাফিক উত্তরের উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদীন।

 

তিনি বলেন, ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত সার্জেন্টদের মাসিক কর্মদক্ষতা মূল্যায়ন এবং পবিত্র রমজান মাসে যানজট নিরসনে সুষ্ঠু ও সঠিক  ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগ করে সঠিকভাবে  ট্রাফিক ডিউটি পালন করায় ১০ জন সার্জেন্টকে মূল্যায়ন করে প্রথম ৩ জন সার্জেন্টকে শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ক্রেস্ট সহকারে শুভেচ্ছা উপহার  প্রদান করা হয়।

তিনি আরও বলেন,  বাকি ৭জন সার্জেন্টকে  ভালো কাজের স্বীকৃতিস্বরূপ  শুভেচ্ছা  উপহার প্রদান করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১৪, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।