ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রদলের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ করা হবে: ছাত্রলীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ১, ২০২২
ছাত্রদলের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ করা হবে: ছাত্রলীগ ...

চট্টগ্রাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার (১ জুন) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সংগঠনের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, রাউজান উপজেলা ছাত্রলীগ (উত্তর) সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামীউদ্দোল্লাহ সীমান্ত, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রপু, রাউজান উপজেলা ছাত্রলীগ (দক্ষিণ) ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহেদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক একরামুল হক সোহেল, যুগ্ম-আহবায়ক জাফর ইকবাল নাহিদ।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ০১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।