ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএম ডিপোতে অক্ষত রফতানি পণ্য শিপমেন্টের দাবি বিজিএমইএর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুন ২০, ২০২২
বিএম ডিপোতে অক্ষত রফতানি পণ্য শিপমেন্টের দাবি বিজিএমইএর ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অক্ষত রফতানি পণ্য দ্রুত শিপমেন্টে কাস্টম হাউস কমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন বিজিএমইএ নেতারা।  

সোমবার (২০ জুন) বিকেল ৪টায় কাস্টম হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তারা এ দাবি জানান।

 
 
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর পোশাক রফতানির চালানের মধ্যে যেসব পণ্য ভালো আছে সেগুলো দ্রুত শিপমেন্টের জন্য আমরা দাবি জানিয়েছি কমিশনার মহোদয়কে। একই সঙ্গে বায়াররা ইন্স্যুরেন্স কাভারের জন্য বিএম ডিপো সার্ভে করতে চেয়েছেন- সেই বিষয়টি জানিয়েছি।
এ ছাড়া এইচএস কোড (পণ্যের পরিচিতি নম্বর) নিয়ে জটিলতা নিরসন, আমদানি পণ্য খালাসে সময় ও অর্থের অপচয় বন্ধে কমিশনারের সহযোগিতা চেয়েছি।  

এ সময় বিজিএমইএ সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মো. হাসান (জ্যাকী), এম আহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, সাবেক পরিচালক এএম মাহাবুব চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, অঞ্জন শেখর দাশ, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু), বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার উপস্থিত ছিলেন।

কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম বিজিএমইএকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. আবু নুর রাশেদ আহমেদ, যুগ্ম কমিশনার মো. মুশফিকুর রহমান, মো. তোফায়েল আহমেদ, উপ-কমিশনার উত্তম চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা জুন ২০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।