ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০২২
চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: কোরবানির ঈদযাত্রা উপলক্ষে চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৫ জুলাই পর্যন্ত যাত্রীদের অগ্রিম টিকিট দেওয়া হবে।

শুক্রবার (০১ জুলাই) সকাল ৮টা থেকে চট্টগ্রাম রেলওয়ে রেলস্টেশনে টিকিট দেওয়া হয়। তবে টিকিট প্রত্যাশীর সংখ্যা ছিল কম।

অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম দেখতে আসেন রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, শুক্রবার যাত্রীদের দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট। শনিবার দেওয়া হবে ৬ জুলাইয়ের টিকিট, রোববার দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, সোমবার দেওয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং মঙ্গলবার দেওয়া হবে ৯ জুলাইয়ের টিকিট। অগ্রিম টিকিটের পাশাপাশি নিয়মিত সকল ট্রেনের টিকিটও যাত্রীদের দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, ১০টি আন্তঃনগর ট্রেনের অর্ধেক টিকিট কাউন্টারে এবং অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে। ঈদে প্রত্যেক ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত হবে। ৭ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত চাঁদপুর রুটে প্রতিদিন দুটি স্পেশাল ট্রেন চলবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ০১ জুলাই, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।