ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এমব্রোসিয়া রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
এমব্রোসিয়া রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা হোটেল এমব্রোসিয়ায় চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং হোটেলের রান্নাঘরে ছাগল জবাইয়ের অপরাধে আগ্রাবাদের এমব্রোসিয়া রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (৩ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, এমব্রোসিয়া রেস্টুরেন্টে অভিযানের পর সাগরিকা গরুর বাজার তদারকি করা হয়।

এই সময় ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ইজারাদার কর্তৃক সার্বক্ষণিকভাবে ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক স্প্রে, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।  

অভিযানে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।