ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ পশুর হাটে চসিকের অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
অবৈধ পশুর হাটে চসিকের অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা পশুর হাটে চসিকের অভিযান।

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী ঝাউতলা বাজারসংলগ্ন মাঠের পশুর হাট, বায়েজিদ বোস্তামি সড়কের এশিয়ান অ্যাগ্রো, চৌধুরী রেঞ্জ ও ইউনি ক্যাম্প নামের প্রতিষ্ঠান অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  তাদের পাশের বৈধ পশুর হাটে কোরবানির পশু বিক্রির জন্য নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সোমবার (৪ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে এসব জরিমানা ও নির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে সাগরিকা পশুর বাজারও তদারকি করা হয়।

 

অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন কর্ণফুলী (নুরনগর) পশুরহাট তদারকি করেন।

পশু ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ইজারাদার কর্তৃক সার্বক্ষণিকভাবে ক্রেতা-বিক্রেতাদের হাত ধোয়ার ব্যবস্থা করা ও জীবাণুনাশক স্প্রে ব্যবহার নিশ্চিত করাসহ পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার রাখার নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেটরা।

অভিযানকালে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।