ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাপের মাধ্যমে সাবেক স্ত্রীর তথ্য ফাঁস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
অ্যাপের মাধ্যমে সাবেক স্ত্রীর তথ্য ফাঁস! সংগৃহীত ছবি

চট্টগ্রাম: গোপনে আগে থেকে মোবাইলে ইনস্টল করে দেওয়া হয় অ্যাপ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্যবহারকারীর মোবাইল নিয়ন্ত্রণ করে আরেকজন।

এই ধরনের অভিযোগ নিয়ে সোমবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলা করেন রাঙামাটি জেলার সদর থানার পৌরসভার এক নারী উদ্যোক্তা। মামলায় অভিযুক্তরা হলেন- সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান, শাহিনা আক্তার, শহীদুল আলম স্বপন, হিমেল জীবন চাকমা ও বেলাল হোসেন টিটু।
 

বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ বাংলানিউজকে বলেন, এক নারী উদ্যোক্তার মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাকিং করে পুরো নিয়ন্ত্রণ অন্য কেউ নেওয়ার ঘটনায় ৫ জনের চক্রের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ফরেনসিক রিপোর্টসহ সিআইডি রাঙামাটি জেলাকে তদন্তের নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা জুলাই ১৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।