ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পানি চলাচলে প্রতিবন্ধকতা, ২০ হাজার টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
পানি চলাচলে প্রতিবন্ধকতা, ২০ হাজার টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: ড্রেন ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফোরকান আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাচান দীঘি সংলগ্ন এলাকার একটি ড্রেনে এ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ফোরকান আহমেদকে ড্রেন ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রাতের মধ্যে ড্রেনের প্রতিবন্ধকতা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।