ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে হাতির তাণ্ডব 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
বাঁশখালীতে হাতির তাণ্ডব  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার পুকু‌রিয়া ইউ‌নিয়‌নের দক্ষিণ নাটমুড়া এলাকায় তাণ্ডব চালিয়েছে দলছুট হা‌তি।  

রোববার (১৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এসময় ঘ‌রের দরজা ভে‌ঙে আব্দুল মালেক নামে একজনের বা‌ড়ি‌তে মজুদ করে রাখা ধান খে‌য়ে চ‌লে যায় হাতি।

আব্দুল মালেক বাংলানিউজকে ব‌লেন, প্রায় সময় হাতি এখানে আসে।

কিছুদিন আসা বন্ধ ছিল। কাল হঠাৎ করে এসেই আমার বাড়িটি ভেঙে দেয়। আমার বাড়িতে বস্তায় করে ধানের মজুদ ছিল। মূলত এগুলো খেয়ে ফেলতে লোহার দরজা, পাকা দেয়াল ভেঙে হাতি ঢুকেছিল।

তিনি বলেন, হাতির আক্রমণের কথা বুঝতে পারি দেয়ালে ধাক্কা দেওয়ার পর। তখন ছোট মেয়েকে নিয়ে অন্য দরজা দিয়ে বের হয়ে যাই। এর মধ্যে হাতি দেয়াল ভেঙে ধানের বস্তা বের করে নেয়। হাতি কাঁঠালগাছ থেকে কাঁঠালও খেয়েছে।  

বন‌ বিভা‌গের সাধনপুর রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক বাংলানিউজকে ব‌লেন, পাহা‌ড়ি এলাকায় খা‌দ্যের অভাব ও লোকজ‌নের বিচরণ বে‌শি হওয়া‌তে দলছুট হা‌তি প্রায় সময় লোকাল‌য়ে চ‌লে আ‌সে। ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার‌ নিয়ম অনুসা‌রে আ‌বেদন কর‌লে ক্ষ‌তিপূরণ পাবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।