ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৭ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৭ জনের প্রতীকী ছবি

চট্টগ্রাম: ২৮ ঘণ্টায় ৪১৮ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। যা পরীক্ষার তুলনায় ১৮ দশমিক ৪২ শতাংশ।

আক্রান্তদের মধ্যে নগরের ৭২ জন এবং মিরসরাই, রাউজান, আনোয়ারা উপজেলার ১ জন করে এবং হাটহাজারীতে ২ জন।  

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

ওই দিন বিআইটিআইডি চট্টগ্রামে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫০ জনের মধ্যে ৯ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২৬ জনে ৮ জন, শেভরনে ৪৭ জনে ৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২ জনে ১ জন, আরটিআরএলে ৬ জনে ১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২১ জনে ১ জন, ইপিক হেলথ কেয়ারে ৩৪ জনে ৬ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৯১ জনে ১৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৫৫ জনে ৮, এভারকেয়ার হসপিটালে ৮ জনে ৭ জনের করোনা শনাক্ত হয়। ৫ জনের এন্টিজেন টেস্টে কারও করোনা শনাক্ত হয়নি।  

এ নিয়ে চট্টগ্রামে ১ লাখ ২৮ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৯৩ হাজার ৪১২ জন, বিভিণ্ন উপজেলার ৩৪ হাজার ৭৪৪ জন। চট্টগ্রামে মোট মারা গেছেন ১ হাজার ৩৬৬ জন। এর মধ্যে নগরের ৭৩৬ জন, বিভিন্ন উপজেলার ৬৩০ জন।  

স্বাস্থ্য বিভাগ ঘরের বাইরে বের হলে মাস্ক পরার এবং করোনা প্রতিরোধে টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।  

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।