ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯ ...

চট্টগ্রাম: কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি ও অস্ত্র আইনে ৭ মামলার আসামি জানে আলম সোহাগসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- জানে আলম সোহাগ (৪২), রতন দত্ত (৪২), মোহাম্মদ রনি (৩২), মো. ইকবাল হোসেন (৩৫), মো. দেলোয়ার হোসেন (২৮), মো. সোহেল (২৩), মো.বাদশা (২৫), কাওছার (২০) ও মিনহাজ উদ্দিন নয়ন (২০)।

 

সোমবার (১৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে তাদের ফুট ওভারব্রিজের নিচ থেকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, রিয়াজউদ্দিন বাজার ফুট ওভারব্রিজের নিচে নির্জন এবং অন্ধকারাচ্ছন্ন স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে অভিযান চালানো হয়।

এ সময় ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়।  তাদের হেফাজত থেকে ৯টি ছোরা, ১টি কাটার ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার একাধিক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা জুলাই ১৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।