ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় পুড়লো ৬টি বসতঘর, ২টি মোটরসাইকেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
পটিয়ায় পুড়লো ৬টি বসতঘর, ২টি মোটরসাইকেল ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পটিয়া উপজেলার হুলাইন গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মৌলভী আছাদ আলী বাড়িতে অগ্নিকাণ্ডে ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।  

সোমবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে পটিয়ায় ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে আবদুল খালেক, আলমগীর, আবু বকর, মনসুর, ইলিয়াস ও হাফেজ আহমেদের কাঁচাঘর পুড়ে গেছে। পুড়ে যায় দুইটি মোটরসাইকেলও।  

পটিয়ায় ফায়ার স্টেশনের অফিসার সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ১৫ কিলোমিটার দূরের ঘটনাস্থলে ছুটে যাই আমরা। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

তিনি জানান, রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।