ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অপ্রয়োজনীয় লাইট, ফ্যান, এসি বন্ধ রাখার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অপ্রয়োজনীয় লাইট, ফ্যান, এসি বন্ধ রাখার নির্দেশ ফাইল ছবি

চট্টগ্রাম: দেশের বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান, এসি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরের দিকে শিক্ষা বোর্ডের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিদ্যুতের ব্যবহারে সাশ্রয় করার নিমিত্তে অত্র বোর্ডের সকল কক্ষে প্রয়োজন ব্যতীত লাইট, ফ্যান, এসিসমূহ বন্ধ রাখার জন্য সকল শাখা প্রধানগণকে স্ব স্ব শাখায় বিষয়টি কার্যকরের অনুরোধ করা হল।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার বাংলানিউজকে বলেন, বিদ্যুৎ সংকটের চলমান পরিস্থিতিতে সরকারের অনুসৃত নীতি বাস্তবায়নের মাধ্যমে সংকটের সমাধান সম্ভব।

এ অবস্থায় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ বিদ্যুৎ সাশ্রয়ী নীতি অনুসরণ করে বিদ্যুৎ সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।