ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুলকলিকে দেড় লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
ফুলকলিকে দেড় লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়ায় ফুলকলি ফুড প্রোডাক্টস নামের একটি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, ওই কারখানায় মিষ্টির ওপর মাছি, দধির ওপর তেলাপোকা পেয়েছি আমরা।

অস্বাস্থ্যকর পরিবেশ, জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।