ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লরির চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
লরির চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম: পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কচুয়াই ইউনিয়নে তেলবাহী লরির চাপায় সাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে  ভাইয়ারদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার কাউসার উদ্দিন ইমন (২০) ও চন্দনাইশ উপজেলায় মামুনুর রশীদ শাওন (২১)। মামুনের বাড়ি চন্দনাইশ উপজেলায় হলেও তিনি কচুয়াই গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন।

ইমন লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মামুন চন্দনাইশের বিজিসি ট্রাস্ট কলেজের শিক্ষার্থী।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম শহর থেকে  তেলবাহী লরি কক্সবাজার দিকে যাচ্ছিল। দুই শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে বাইপাস রোড পার হয়ে পটিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ভাইয়ার দিঘী এলাকায় তাদের তেলবাহী লরি চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় লরি চালক ও লরি আটক রয়েছে।  


বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা জুলাই ১৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।