ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রী হেনস্তা: ৫ ছাত্রলীগ কর্মীর ৭ দিনের রিমান্ড আবেদন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
চবি ছাত্রী হেনস্তা: ৫ ছাত্রলীগ কর্মীর ৭ দিনের রিমান্ড আবেদন ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আটক পাঁচ ছাত্রলীগ কর্মীর ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।  

রোববার (২৪ জুলাই) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত ওসি রুহুল আমিন সবুজ।

তিনি বলেন, যৌন হেনস্তার ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছি। মাননীয় আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন।

আদালতের নির্দেশ পেলে আমরা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।

এর আগে শুক্রবার (২২ জুলাই) রাতে চারজন এবং শনিবার (২৩ জুলাই) বিকালে একজনকে আটক করে র‍্যাব-৭। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আটক পাঁচজন হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম এবং নৃ-বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু। হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা এবং সাইফুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।