ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০ জন ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ১৮৬টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৩৭ শতাংশ।

বুধবার (৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৯ জন মহানগর এবং ১ জন পটিয়া এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৬৭ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৭১৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৫০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।