ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আত্মগোপনে থাকা খুনীদের দেশে এনে বিচার কার্যকর করার দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
আত্মগোপনে থাকা খুনীদের দেশে এনে বিচার কার্যকর করার দাবি ...

চট্টগ্রাম: কেন্দ্রীয় যুবলীগ কর্তৃক ঘোষিত মাসব্যাপী কর্মসূচির হিসেবে বিদেশে আত্মগোপনে থাকা ১৫ আগস্টের কালরাত্রিতে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর এর দাবি উঠেছে।
 
যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মশাল মিছিল  মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় ৭টায় বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্য বজ্রকন্ঠ চত্বর থেকে শুরু হয়ে  নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদস্থ বাদামতলী মোড় গিয়ে শেষ হয়।

এতে এসময় উপস্থিত ছিলেন বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, এস এম আতিকুর রহমান, জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী বাদল, ইমতিয়াজ বাবলা, সালাউদ্দিন বাবর, আলাউদ্দিন বাবু, শহীদ উল্লাহ, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, মো. সালাউদ্দীন, সোহেল রানা, কাজী আরিফ, মনিরুল হক মনির, মো. এমরান, শরীফ, যুবায়ের হোসেন অভি, হোসেন আহমেদ কিরন, মোশাররফ হোসেন শাবলু, বেলাল হোসেন, শাহজাহান বাপ্পি, রিপন বিশ্বাস, আমির হোসেন, অর্জুন দাশ, ইসমাইল, তৌহিদুল ইসলাম, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, মারুফুল ইসলাম মারুফ, সরোয়ার হোসেন, মাসুম, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি, কামাল উদ্দিন স্বপন, আলী নুর রুবেল, আরমান, মিজান, ইউসুফ, সানি, মাকসুদুর রহমান, জহির রায়হান, শাওন নজরুল, রোকন উদ্দিন, সোহেল, হৃদয় কুমার দাশ, ইব্রাহীম খলিল সাদ্দাম, রাশেদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, নুর শরীফ রকি, তানজিম উদ্দিন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, নাজমুল হক নোমান, আবিদ হাসান, হারুনুর রশীদ, সামিউল, ইফতেখার উদ্দিন ইফতি, আসিফ রাইসুল, ওমর ফারুক, কোরবান নুরুল ইসলাম রিয়াদ, নজরুল ইসলাম টিপু, মোস্তফা মামুন, সৌরেন বড়ুয়া, আবদুল মোমেন রাজু, ওমর শরীফ, রিমন, রাহাত, ইসলাম, পলাশ চক্রবর্ত্তী, রবিউল ইসলাম, সজীব কান্তি দাশ, ইসরাফিল, জয় দাশ, রেহমান রাব্বি তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।