ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির শাটল ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে প্রতিদিন ছুটবে ২২ বার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
চবির শাটল ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে প্রতিদিন ছুটবে ২২ বার ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জারের শিল্পকর্মে সম্প্রতি রঙিন হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটলট্রেনের ভিন্ন রূপ দেখার সৌভাগ্য হবে এবার ভর্তি পরীক্ষার্থীদের।

আগামী ১৬ আগস্ট এ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিদিন ১১ জোড়া শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় রুটে ২২ বার চলাচল করবে।  

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে শাটল ট্রেনের নতুন শিডিউলের বিষয়টি নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষা চলাকালে শাটল ট্রেনের সময়সূচি

বটতলী স্টেশন থেকে ক্যাম্পাস:
সকাল ৬টা, সাড়ে ৬টা, সাড়ে ৭টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ১১টা ৪০ মিনিট, ১২টা, দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা, ৪টা এবং সর্বশেষ রাত সাড়ে ৮টায় শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে বিশ্ববিদ্যালয়ের শাটলট্রেন।

ক্যাম্পাস থেকে বটতলী স্টেশন:
সকাল ৭টা ০৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৮টা ৪০ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, দুপুর ১টা, ১টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৫টা, সাড়ে ৫টা এবং রাত ৯টা ১০ মিনিটে সর্বশেষ ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাবে শাটলট্রেন।

আগামী ১৬ আগস্ট থেকে এ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।