ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জন্মাষ্টমী মহাশোভাযাত্রার রোডম্যাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
চট্টগ্রামে জন্মাষ্টমী মহাশোভাযাত্রার রোডম্যাপ চট্টগ্রামে যে পথে যাবে জন্মাষ্টমী মহাশোভাযাত্রা।

চট্টগ্রাম: নগরের আন্দরকিল্লা জেএম সেন হল থেকে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহাশোভাযাত্রা শুরু হবে।

এ উপলক্ষে জেএম সেন হল, কেবি আবদুস সাত্তার সড়কসহ আশপাশের কিছু এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

  

শোভাযাত্রাটি জেএমসেন হল থেকে বের হয়ে আন্দরকিল্লা মোড়, বক্সিরহাট মোড়, লালদীঘির পাড়, কোতোয়ালী মোড়, নিউ মার্কেট, আমতল, রাইফেল ক্লাব, বোস ব্রাদার্স, ডিসি হিল, বৌদ্ধ মন্দির, মোমিন রোড, চেরাগি পাহাড় হয়ে পুনরায় জেএমসেন হলে আসবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।