ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেড়েছে মাছ ও নিত্যপণ্যের দাম 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
বেড়েছে মাছ ও নিত্যপণ্যের দাম  ...

চট্টগ্রাম: বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ। রিয়াজউদ্দিন বাজারে রূপচাঁদা ৬৫০ টাকা, লাল কোরাল ৪৫০ টাকা, বড় চিংড়ি ৯০০ টাকা, লইট্যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ টাকায়।

এছাড়া রুই ২৫০-৪০০ টাকা, কাতাল ৩০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকায়।

বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কম থাকায় মাছের দাম কমছে না।  
এদিকে অপরিবর্তিত রয়েছে সবজির দাম। পটল, ঝিঙ্গা, বেগুন, কাকরোল, বরবটি, তিতকরলা, ছোট কচু ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ টাকায়। ৪০-৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া, লাউ ও ঢেঁড়স, চিচিঙ্গা, আলু, পেঁপে ও শসা।

ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। পেঁয়াজ প্রতিকেজি ৪০ টাকায, রসুন ১২০ টাকা, ১৫০ গ্রাম সুগন্ধি সাবান ৭৫ টাকা, গুঁড়া সাবান এক কেজির প্যাকেট ১৪০ টাকা, ১০০ গ্রাম টিউবের টুথপেস্টের দাম ৮৫ থেকে ৯৫ টাকা, ১৮০ মিলিলিটারের শ্যাম্পু ২৭০ টাকা।

পণ্য বিপণনকারী কোম্পানি সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে কাঁচামালের দাম, জাহাজ ভাড়া, মার্কিন ডলারের বিনিময় মূল্য ও দেশে পরিবহন খরচ বৃদ্ধির ফলে নিত্যপণ্যে তার প্রভাব পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।