ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম: পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের আবুল বশর হত্যা মামলায় রবিউল আলম নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ আসামি খালাস দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত রবিউল আলম, পটিয়া থানার কেলিশহর ইউনিয়ন পূর্ব রতনপুর মৌলভী বাজার সিকদার পাড়ার মৃত আহম্মেদ ছবিরের ছেলে।

এছাড়া মামলায় খালাসপ্রাপ্ত ৫ আসামি হলেন, মাহাবুবুল আলম, জহিরুল আলম, মোতাহেরুল আলম প্রকাশ মোজাফফর আলম, আবদুল শুক্কুর ও রেহেনা বেগম।

আদালত সূত্রে জানা গেছে, পটিয়া থানার কেলিশহর ইউনিয়ন পূর্ব রতনপুর মৌলভী বাজার ২০১১ সালের ২৩ জুলাই সকালে আবুল বশরের বাড়ির উঠানে সীমানা থেকে জোরপূর্বক মাটি কাটে। এতে আবুল বশর মাটি কাটতে বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় আবুল বশরের স্ত্রী আয়েশা আক্তার বাদি হয়ে পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পটিয়া থানার মামলা নম্বর ২৬ (৭) ১১ ও দায়রা মামলা নম্বর-৬৫৯/১৩। ২০১৪ সালের ২৯ অক্টোবর ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।  

আদালতের বেঞ্চ সহকারী মো. মোক্তার বাংলানিউজকে বলেন, পটিয়ার আবুল বশর হত্যা মামলায় রবিউল আলম নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় রবিউল আলম আদালতে অনুপস্থিত ছিলেন। একই মামলায় ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্ত আসামির মধ্যে রায়ের সময় ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।