ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১৩ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
চট্টগ্রামে ১৩ জনের করোনা শনাক্ত ...

চট্টগ্রাম: চট্টগ্রামে ১৩৩টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯.৭৭ শতাংশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বিআইটিআইডি ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষা করে ২ জন, চমেক ল্যাবে ২০টি নমুনার মধ্যে ৬ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৯টি নমুনার মধ্যে ১ জন, আরটিআরএল ল্যাবে ১টি নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ারে ১৬টি নমুনা পরীক্ষায় ২ জন, এভারকেয়ার হাসপাতালে ৩টি নমুনার মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৪টি নমুনা, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩০টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া যায়।

নতুন আক্রান্ত ৯ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৩ হাজার ৯১৯ জন নগরের এবং ৩৪ হাজার ৯০৫ জন উপজেলার বাসিন্দা।  

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।