ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ ২ নভেম্বর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ ২ নভেম্বর  ...

চট্টগ্রাম: আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য্য করে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

ফটিকছড়ি ছাড়াও একইদিন জামালপুর জেলার হাজরাবাড়ি, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।  

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ৩০ অক্টোবর ফটিকছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।