ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত  ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর রেলওয়ের ট্রাফিক বিভাগ এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করেছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিভাগীয় রেলওয়ে নিয়ন্ত্রক দিবাকর বড়ুয়া বাংলানিউজকে বলেন, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত হয়। পরে আমরা ট্রেন চলাচল স্বাভাবিক করি।

স্টেশন ক্রস করার সময় অতিরিক্ত লাইনে থাকা অবস্থায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। আরেকটি লাইন সচল আছে।

অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।