ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেনী রেলওয়ে স্টেশনে সচেতনতা কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
ফেনী রেলওয়ে স্টেশনে সচেতনতা কার্যক্রম ...

চট্টগ্রাম: বিনা টিকিটে রেলভ্রমণ, টিকিট কালোবাজার বোধ, রেল স্টেশন ও রেলগাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা, রেলগাড়িতে নিরাপত্তা, পাথর নিক্ষেপ প্রতিরোধসহ নানান সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ।  

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ফেনী রেলস্টেশনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বাংলানিউজকে বলেন, ফেনী স্টেশনে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্টেশনে এ কার্যক্রম চলমান থাকবে।

 

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক নাজমুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল করিম, বিভাগীয় প্রকৌশলী-২ রফিকুল ইসলাম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।