ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে ৩ হাজার মিটার জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
হালদায় অভিযানে ৩ হাজার মিটার জাল জব্দ 

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ।

রোববার (২ অক্টোবর) দুপুরের দিকে হালদা নদীর কদুরখিল ও হালদা নদীর মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে পাতানো অবস্থায় অবৈধ ৬ টি সুতার ভাসান জাল জব্দ করা হয়।

 

হালদা নদীতে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক বাংলানিউজকে বলেন, হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ টি অবৈধ সুতার জাল জব্দ করা হয়েছে। প্রতিটি ৫০০ মিটার করে মোট ৩ হাজার মিটার সুতার জাল উদ্ধার করা হয়।

হালদা নদীতে অভিযান ও টহল অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।