ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ঝর্ণায় ডুবে প্রাণ গেল কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
চবিতে ঝর্ণায় ডুবে প্রাণ গেল কিশোরের

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় গোসল করতে নেমে পানিতে ডুবে জিসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

রোববার (১৬ অক্টোবর) পৌনে ১২টার দিকে নিখোঁজ হয় জিসান।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।  

মৃত জিসান রেলওয়ে পাবলিক হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী।

সাত বন্ধুকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঝর্ণা দেখতে গিয়েছিলেন তারা।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। ঘণ্টা খানেক তল্লাশি চালিয়ে ছেলেটিকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারের নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. আবু তৈয়ব পরীক্ষা-নীরিক্ষা শেষে জিসানকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।