ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪ 

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফহিমা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে শিশু রয়েছে ১০ জন।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বাংলানিউজকে বলেন, চমেক হসপাতালে দুই বছর বয়সী এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ১০ নভেম্বর শিশুটি ভর্তি হয়েছিল।  

এদিকে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৪ জন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৫৯ জন।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।