ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড ছবি: প্রতীকী

চট্টগ্রাম: রাউজান থানার রাবার বাগান এলাকায় অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় করা মামলায় মো. সৈয়দ হোসেন প্রকাশ ফারুক (৩১) নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (২৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আজিজ আহমেদ ভূঞা এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দ হোসেন রাঙ্গুনিয়ার ইসলামপুরের বটতলা এলাকার বেলাল হোসেনের ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ নভেম্বর রাতে রাউজানের রাবার বাগান এলাকার গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে সৈয়দ হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

এসময় তাঁর কাছ থেকে একটি এলজি, একটি রাইফেল, ৮টি বুলেট ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় গত ১৯ মে আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়।  

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, রাউজানে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সৈয়দ হোসেন নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।  এরপর সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।